চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ডিসেম্বরে নগরীতে ১শ’ এসি বাস চালুর ঘোষণা মেয়রের

১২ নভেম্বর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টেজ। গতকাল সোমবার সকালে টাইগারপাসস্থ সিটি মেয়রের কার্যালয়ে সাক্ষাতকালে তাঁরা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সিটি মেয়র জার্মান রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে বলেন, জার্মানির সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা জার্মানিতে ছিলেন বলে ঘাতক চক্রের হাত থেকে তাঁরা প্রাণে রক্ষা পেয়েছিলেন। এই দুঃসময়ে তাদেরকে আশ্রয় দিয়ে জার্মান সরকার অকৃত্রিম বন্ধুত্বের পরিচয় দেন। জার্মান রাষ্ট্রদূত নগরীর ট্রাফিক ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাইলে সিটি মেয়র বলেন, এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডিসেম্বর নাগাদ নগরীর তিনটি সড়কে এসি বাস চালু করা হবে। পরীক্ষামূলকভাবে ১’শ এসি গাড়ি কালুরঘাট থেকে এয়ারপোর্ট, হাটহাজারী থেকে লালদিঘি এবং ভাটিয়ারী থেকে নিউমার্কেট পর্যন্ত এ তিন সড়কে বাস চলাচল করবে। এতে করে ছোট ছোট যানবাহনের উপর যাত্রীর চাপ কমে আসবে বলে সিটি মেয়র রাষ্ট্রদূতকে অবহিত করেন। বৈঠকে মেট্রোরেল, বর্জ্য ব্যবস্থাপনা, হ্যোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও রাজস্ব আদায়, নগর অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে জার্মান রাষ্ট্রদূত এ দেশের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন, অংশীদারিত্বের চেতনা নিয়ে জার্মানি সর্বদা বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, বাংলাদেশ বিশাল সম্ভাবনার দেশ। দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর মতো বহুখাত রয়েছে। অনেক জার্মান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত সিটি মেয়রকে জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট