চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মির্জাপুরে ধর্মীয় সম্মেলন সমাজে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ অনুশীলনের আহবান

১২ নভেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ৯ নভেম্বর বৌদ্ধদের ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ত্রিপিটক পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধপুজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, কল্পতরুদান, চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন, আলোচনা সভা, চীবর উৎসর্গ, সমবেত প্রার্থনা ও আলোকসজ্জা। বৌদ্ধদের অন্যতম ২য় সর্বোচ্চ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক সংঘনায়ক শীল রক্ষিত মহাথের। সম্মেলন উদ্বোধন করেন হাটহাজারী ভিক্ষু সমিতির সভাপতি অধ্যক্ষ শাসনানন্দ মহাথের। প্রধান বক্তা ছিলেন ড. জ্ঞানরত্ন মহাথের। বিশেষ অতিথি ছিলেন আচারিয় সুগতশ্রী মহাথের, ড. বুদ্ধপাল ভিক্ষু, হাটহাজারী ভিক্ষু সমিতির সা. সম্পাদক দীপানন্দ মহাথের, ফটিকছড়ি ভিক্ষু সমিতির সা. সম্পাদক লোকশ্রী ভিক্ষু, বুদ্ধপ্রিয় মহাথের, উপতিষ্য মহাথের, বোধিশ্রী ভিক্ষু, সুমন জ্যোতি ভিক্ষু, প্রিয় রত্ন থের, সংঘমিত্র থের। বিহার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপম বড়–য়ার সঞ্চালনায় শুরুতে মঙ্গলাচরণ করেন উপাধ্যক্ষ ধর্মপ্রিয় ভিক্ষু। বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়–য়া, কার্যকরী সভাপতি বিজয় দর্শন বড়–য়া, দেবেল চন্দ্র বড়–য়া, রোটা. ডা. বিপ্লব বড়–য়া প্রমুখ। বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের নীতি-আদর্শ অনুশীলন করতে হবে। তিনি মানবতার কল্যাণ ও উন্নয়নের বিষয়ে শিক্ষা দিয়েছেন। ব্যক্তি জীবনে বুদ্ধের শিক্ষা প্রতিপালন করতে পারলে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট