চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে বক্তারা মহানবী (দ.) আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত

পূর্বকোণ ডেস্ক

১২ নভেম্বর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপনে বিভিন্নস্থানে আয়োজিত নানা কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব মানবতার জন্য মহানবী (দ) আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত।
চট্টগ্রাম জেলা প্রশাসন : চট্টগ্রাম জেলা প্রশাসন এর সহযোগিতায় শিশু একাডেমি চট্টগ্রাম কার্যালয়ে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল গত ৯ নভেম্বর হামদ/নাত ও রচনা প্রতিযোগিতা ও ১০ নভেম্বর আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে রাসূল (সঃ) স্মরণে শিশু একাডেমির ছাত্র/ছাত্রীরা নাতে রাসূল (স.) পরিবেশন করেন। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (স)’র আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিশু সংগঠক ও ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ্জ্ব কাফেলার সহ-সভাপতি মীর ফজলে আকবর। অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম জেলার শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা।
আঞ্জুমানে খুদ্দামুল মোসলেমিন : সংগঠনের উদ্যেগে ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত ৭ম পবিত্র দরসূল হাদিস মাহফিল সংস্থার চেয়ারম্যান কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মমতাজ উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ সোলায়মান আলহাসানী, এডভোকেট এম আবু নাসের তালুকদার, হাফেজ আমিন। দরস পেশ করেন রফিক উদ্দিন সিদ্দিকী, অধ্যক্ষ এস. এম. ফরিদ উদ্দিন, এনামুল হক সিকদার। স্বাগত বক্তব্য রাখেন, আঞ্জুমানের সচিব অধ্যাপক আ মা ম মুবিন। মাহফিল প্রস্তুতি কমিটির সচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা ছালেহ আহমদ আনছারী, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন প্রমুখ।
কনকর্ড টাওয়ার কল্যাণ সমিতি : সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী মাহফিল সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক প্রধান উপদেষ্টা, এস এম ছাইফুদ্দীন আহমেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মীর মুহাম্মদ আলাউদ্দিন। শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগ এর সভাপতি এবং সমিতির সাধারণ সম্পাদক সেলিম আসলাম সোহেল এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিক সওদাগর, মো. জাকের হোসেন চৌধুরী, কাজী মো. মুছা, মো. কামরুজ্জামান, মাওলানা আবু বক্কর, হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।
বিশ্ব সুন্নী আন্দোলন : ঈদে আজম উদ্যাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, ডবলমুরিং থানার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইরফানুল হক। সমাবেশে বিশেষ মেহমান ছিলেন, লোকমান হোসেন, এমরান সরোয়ার, সাইদুর রহমান, মশিউর রহমান, মারুফ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, হাবিবুর রহমান, মহিন উদ্দিন, ইঞ্জিঃ নাঈম উদ্দিন, মাহমুদ হাসান, আলাউদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম রুবেল।
আনজুমানে আশেকানে মদীনা : আনজুমানে আশেকানে মদীনার উদ্যোগে চকবাজারস্থ বাগদাদিয়া খানকাহ শরীফে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আনজুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল-মাদানী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মদীনার আলোর সহ-সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে আলহাজ ফজলুল হক, আলহাজ মোহাম্মদ জামিল, গোলাম রাব্বানী, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ সোহেল, আলহাজ কামাল উদ্দীন,মাওলানা মুহিউদ্দিন আশরাফী মামুন, নুরুদ্দীন, আলহাজ মুনির হোসেন, তারেক শাহ্, কাওসার শাহ্, আরিফ শাহ্ প্রমুখ। সভাপতির বক্তব্যে পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল-মাদানী বলেন, নবী (স.) যে অনুপম জীবন ব্যবস্থা রেখে গেছেন তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পুরোপুরি প্রয়োগ করাই হলো ঈদে মিলাদুন্নবী (দ.) এর শিক্ষা । মুসলমানদের ঐতিহ্য ফিরে পেতে মহানবী (দ.) র আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়া : রাজধানী ঢাকার মিরপুরে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার উদ্যোগে ও মাইজভা-ার দরবার শরীফের ইমাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) এর নেতৃত্বে জশনে জুলুস বের করা হয়েছে। গত ১০ নভেম্বর মিরপুর-১ দারুস সালাম রোড থেকে জশ্নে জুলুস শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের মাঝে আজ অফুরান আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের সাংগঠনিক সম্পাদক ড. আহমদ তিজানী বিন ওমর, আন্জুমান সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইকবাল রিছালপুরী।
যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদ : সংগঠনের উদ্যোগে গত ৯ নভেম্বর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হাফেয মুহাম্মদ আতিকুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আসাদুজ্জামান। দপ্তর সম্পাদক ছাত্রনেতা হাফেয মুহাম্মদ পেয়ারু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুল-ইয়ামিনের সহ-সভাপতি ছাত্রনেতা হাফেয মুহাম্মদ ইকবাল জাহিদ ও সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেয মুহাম্মদ আরিফ বিল্লাহ সাজিদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আজহার আবেদ, মুহাম্মদ আব্দুর রহিম হানাফি, মুহাম্মদ পেয়ারু, মুহাম্মদ ফাহাদ বিন আযাদ সিদ্দিকী, মুহাম্মদ আতাউর রহমান জুনাইদ, মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ তামজিদুল ইসলাম খাঁন, মুহাম্মদ ইমাম হোসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সাদার্ন ইউনিভার্সিটি : দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা)। গত সোমবার ইউনিভার্সিটির হল রুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.মআব্দুল মোক্তাদীর, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক,বিভিন্নবিভাগের প্রধানগণ,শিক্ষকবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা। বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে খতমে কুরআন দিয়ে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি শুরু হয়। এর পর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফ্রন্ট : সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান রাজনীতিবিদ অধ্যাপক মমতাজ উদ্দীন চৌধুরী বলেছেন, নবীপ্রেমে উজ্জীবিত হয়ে জাতীয় জীবনে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির সুস্থ সমাজ প্রতিষ্ঠাই হোক মিলাদুন্নবীর (দ.) এর অঙ্গীকার। ইসলামিক ফ্রন্ট মহানগর এর উদ্যোগে গত ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ.এম.মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াে হিসেবে উপ¯িতর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলহাজ্ব মমতাজ উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় মহাসচিব¡ অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, আব্দুর রহমান মান্না, এস.এম.আব্দুল করিম তারেক, এম.মহিউল আলম চৌধুরী, এম.ওয়াহেদ মুরাদ, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মোহাম্মদ আলম রাজু, আলহাজ্ব এ.এম.মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা আবদুর রহিম তৈয়বী, মাওলানা মহিউদ্দীন তাহেরী নক্সবন্দী আলহাজ্ব ইলিয়াছ খান ইমু প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট