১১ নভেম্বর, ২০১৯ | ১১:০৭ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী
পূর্ব নির্ধারিত আগামী ১৫ নভেম্বর শুক্রবার বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করেছে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম চেয়ারম্যান আজ সোমবার রাত সাড়ে ১০টায় পূর্বকোণকে জানান, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল গত ৭নভেম্বর ইন্তেকাল করাতে এ আসনটি শুন্য হয়। আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগীতা প্রয়োজনে। সম্মেলন হলে আ.লীগের নেতা কর্মীদের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি হতে পারে। এজন্য কেন্দ্রীয় আ.লীগের সাথে আলাপ আলোচনা করে এ সম্মেলন স্থগিত করা হচ্ছে।
উল্লেখ্য, ১৫নভেম্বর বোয়ালখালী আ.লীগের কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৮ |
আসর শুরু | ০৩.৩৫ |
মাগরিব শুরু | ০৫:১৮ |
এশা শুরু | ০৬:৩২ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৫ |
সুর্যোদয় | ০৬ঃ২৫ |
সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৫ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ৪র্থ দিন (সরাসরি, সনি সিক্স) বেলা ২টা, ভারত-উইন্ডিজ, ১ম ওয়ানডে (স্টার স্পোর্টস ১)
রাত ৮টা ও রাত ১০.৩০টা, ম্যানইউ-এভারটন ও আর্সেনাল-ম্যানসিটি, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, উলভারহ্যাম্পটন-টটেনহ্যাম, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) বিকাল ৫.৩০টা, রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, হেলাস ভেরোনা-টুরিনো, জুভেন্টাস-উদিনসে, রোমা-এসপিএএল ও ফিওরেন্টিনা-ইন্টারমিলান, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮টা, মিলান-সাসুলো, সিরি এ (সরাসরি, সনি টেন ১) রাত ১১টা, শালকে-ফ্রাঙ্কফুর্ট, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, ব্যাঙ্গালুরু-মুম্বাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ২ এবং ৩)
বেলা ১২.৩০টা, বিকাল ৫.৩০টা, রাত ১০টা ও রাত ১১টা, সনি টেন ১।