চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবল নগরী

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০১৯ | ১০:২৯ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীতে প্রবল ভারী বর্ষণ নামে। দেড় ঘণ্টার এই বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠে যায়। দুর্ভোগে পড়েন গৃহহীন ও দুস্থ মানুষেরা। জলাবদ্ধতার কারণে জিইসি থেকে বহদ্দারহাটমুখী সড়কে তীব্র যানজট লেগে যায়। রাত সাড়ে ৯ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এশিয়ান হাইওয়েতে যানজট লেগে ছিল।

এদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে পারে। ভারী বর্ষণের পাশাপাশি পাহাড়ধসের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ ও আগামীকাল সোমবার ভারী বর্ষণ হবে। পাহাড়ধসের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট