চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন ৭ ডিসেম্বর

কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত

১০ নভেম্বর, ২০১৯ | ৩:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর এম.পি’র সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভায় সর্বশেষ সাংগঠনিক ও রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারন সম্পাদক এমএ সালাম। আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, এড. ফখরুদ্দিন চৌধুরী, সিরাজউদ্দৌল্লাহ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ জসিম উদ্দিন, ইউনুস গণি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, কোষাধ্যক্ষ এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতী, ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, কৃষিবিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, আইন বিষয়ক সম্পাদক এড. ভবতোষ নাথ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার, উপ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন

ছাবেরী প্রমুখ। সম্মেলন সফল করার লক্ষ্যে সভায় অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিনকে আহ্বায়ক করে অভ্যর্থনা উপ-পরিষদ, মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক করে আপ্যায়ন উপ-পরিষদ, ইউনুছ গণি চৌধুরীকে আহ্বায়ক করে শৃংখলা উপ-পরিষদ, এহেছানুল হায়দর চৌধুরী বাবুলকে আহ্বায়ক করে অর্থ উপ-পরিষদ, মহিউদ্দিন বাবলুকে আহ্বায়ক করে দপ্তর উপ-পরিষদ, জসিম উদ্দিন শাহকে আহ্বায়ক করে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ, বেদারুল আলম চৌধুরী বেদারকে আহ্বায়ক করে মঞ্চ সাজসজ্জা ও ব্যবস্থাপনা উপ-পরিষদ গঠন করা হয়। সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সুশৃংখল সংগঠন ও সম্মেলনের অতীত ঐতিহ্য রয়েছে। উত্তর চট্টগ্রামের ৭ উপজেলায় সংগঠনের ভিতও অত্যন্ত শক্তিশালী। তাই আগামী সম্মেলনও অত্যন্ত সুশৃংখল ও সুন্দরভাবে সম্পন্ন হবে ইন্শাআল্লাহ। সভার শুরুতে চট্টগ্রামের কৃতীপুরুষ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদল এম.পি’র ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট