চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিসিএইচএ পুরস্কারে ভূষিত বাংলাদেশি মনসুর আহমদ

১০ নভেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক মনসুর আহমদ ব্রিটিশ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ জিতেছেন। ব্রিটিশ সমাজে তাঁর অনবদ্য অবদানের জন্য গত ১৮ অক্টোবর হাউস অব লর্ডস, ইউকে পার্র্লামেন্ট এর ২য় চেম্বারে ব্রিটিশ কমিউনিটি অনার এওয়ার্ড (বিসিএইচএ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। এ সম্মাননা পেয়ে তিনি বলেন, “আমি অত্যন্ত সম্মানিত ও উৎসাহিত বোধ করছি। মনসুর একজন যোগ্যতাসম্পন্ন হিসাবরক্ষক যিনি বর্তমানে আল-শিরকাতুল ইসলামিয়া যেটি ইউ.কে এর সর্ববৃহৎ দাতাগোষ্ঠির মধ্যে অন্যতম, সেটির একাউন্টস ও ফাইন্যান্স বিভাগ এর ব্যবস্থাপক হিসেব কর্মরত আছেন। তিনি ব্রিটিশ সরকারের অধীনে ‘হাইলি স্কিলড মাইগ্রেশন’ প্রোগ্রামের আওতায় ২০০৭ সালে বাংলাদেশ হতে ইউ.কেতে পুনর্বাসিত হন। তিনি স্বেচ্ছায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও জনসংযোগমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তিনি সক্রিয়ভাবে পেরেন্ট গভর্নর, চেয়ারম্যান এবং সদস্য হিসেবে বিভিন্ন কমিটিতে সেবা দান করেছেন। তিনি মেরটন কাউন্সিল এর অধীনস্থ বিভিন্ন কমিশনের কো-অপটেড সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে সেন্ট জন ফিশার স্কুলের গভর্নর হিসেবে দায়িত্বপালন করছেন এবং একই সাথে বিভিন্ন স্কুল কমিটিতে দায়িত্বরত আছেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট