চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মডেল ফার্মেসি নিয়ে ৬ দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

১০ নভেম্বর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ, ম্যানেজমেন্ট সাইন্স ফর হেলথ ও আন্ডার বেটার হেলথ ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে নগরীর চকবাজারে সাম্পান হোটেলে ‘এস্টাবলিশমেন্ট এন্ড অপারেশন অব মডেল ফার্মেসি সপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়। প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রুহুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে নগরীর প্রসিদ্ধ ফার্মেসি প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুপারিনটেন্ডেন্ট অব ড্রাগ হোসাইন মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন আশীষ ভট্টাচার্য। ৬ দিনব্যাপী কর্মশালায় মডেল ফার্মেসি তৈরি, কাস্টমার সার্ভিস, উন্নত সেবা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কর্মশালা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হবে। বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, মডেল ওষুধের দোকান স্থাপন ও পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ফার্মাসিস্ট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কমর্শালা। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট