চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হোয়ারাপাড়ার বিহারে কঠিন চীবর দানোৎসব

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১০ নভেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

রাউজানের হোয়ারাপাড়ার সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা ৮ নভেম্বর শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত মহাবোধি চত্বর-বিশুদ্ধানন্দ ম-পে অনুষ্ঠিত হয়।

বিকেলে মূল পর্বে সভাপতিত্ব করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক আনন্দমিত্র মহাথের। বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক জীবনানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন জ্ঞানানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. সুব্রত বরণ বড়–য়া। উদ্বোধক ছিলেন প্রদীপ কুমার বড়–যা। বিদেশি অতিথি ছিলেন বোরাভিত সরভট আদিসেক রতনামা। জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, করুণানন্দ ভিক্ষু, ছোটন বড়–য়া ও শান্তুনু বড়–য়ার সঞ্চালনায় বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন দেবানন্দ মহাথের, সংঘানন্দ মহাথের, জ্ঞানবংশ থের, করুণাবংশ থের। সদ্ধর্মদেশক ছিলেন অনুরুদ্ধ থের, দেববংশ থের।

সম্মানিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। সংবর্ধেয় অতিথি ছিলেন শিবুপ্রসাদ বড়–য়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, উজ্জ্বল কান্তি বড়–য়া, নয়ন বড়–য়া, মিলন কান্তি বড়–য়া। সম্মানিত আলোচক ছিলেন ডা. অনিল কান্তি বড়–য়া, দীপন কান্তি বড়–য়া। মঙ্গলাচরণ করেন সংঘমিত্র ভিক্ষু, সুবিরানন্দ ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র লাল বড়–য়া। বক্তব্য রাখেন উজ্জ্বল বড়–য়া মিন্টু। পঞ্চশীল প্রার্থনা করেন সুনীতি রঞ্জন বড়–য়া। ধন্যবাদ জ্ঞাপন করেন মৃদুল কান্তি বড়–য়া। এ অনুষ্ঠানে বিদেশি অতিথিসহ হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট