চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নবান্ন উৎসবে তঞ্চঙ্গ্যারা উৎসর্গ করল জুম ফসল

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

১০ নভেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেবতা পূজার মাধ্যমে বান্দরবানে নবান্ন উৎসব (জুমের নতুন চালের ভাত খাওয়া) পালন করেছে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী।

অনুষ্ঠানের শুরুতে দেবতার উদ্দেশ্যে জুমের ফসল ও মুরগি উৎসর্গ করেন পূজারিরা। আগামী বছর জুমের ফলন যেন আরও ভালো হয় সেজন্য এই পূজা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান সদরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে রেইছা সিনিয়র পাড়া এলাকায় নবান্ন উৎসব হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রোর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পূজা শেষে জুম চাষের সরঞ্জামাদি ও জুমের নতুন ফসল প্রদর্শনের পাশাপাশি পরিবেশন করা হয় তঞ্চঙ্গ্যা শিশুদের আঞ্চলিক নৃত্য। পরে নতুন ধানের তৈরি পিঠা পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে তাঁত বুনন ও পোশাক তৈরির সনদ প্রদান করেন পার্বত্যমন্ত্রী। অক্টোবর থেকে শুরু হওয়া এই নবান্ন উৎসব জানুয়ারি পর্যন্ত পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন সময়ে পালন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন, পৌর মেয়র ইসলাম বেবি, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, লক্ষ্মীপুর দাস, মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, মং নুচিং মারমা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট