চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ছেড়ে দেয়া হয়েছে বঙ্গোপসাগরে

সারিকাইতের নতুন চরে আটকা পড়ল ডলফিন

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

১২ মে, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপের দক্ষিণে সারিকাইত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাশে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা নতুন চরে একটি ডলফিন আটকা পড়ে ৯ মে সকালে।
জোয়ার কমে গেলে স্থানীয় লোকজন ডলফিনটিকে আটকা পড়া অবস্থায় দেখতে পায়। ডলফিনটি সাদা রংয়ের এবং প্রায় ৬ ফুট লম্বা। স্থানীয় জেলেদের সহায়তায় ডলফিনটিকে উদ্ধার করে ছেড়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছে, জেগে ওঠা নতুন ডুবো চরের কারণে পথ হারিয়ে ডলফিনটি নদীর কিনারায় চলে আসে। স্থানীয় জেলে রামপ্রসাদ জলদাস জানান, সারিকাইত ও মগধরা ইউনিয়নের চরগুলোতে প্রায় সময় ডলফিন আটকা পড়ে। দুই বছর আগেও এখানে কয়েকটি ডলফিন প্রায় সময় খেলা করত। এখন আর দেখা যায় না।
এলাকাবাসী জানান, জোয়ারের পানিতে ভেসে আসা ডলফিনসহ বিলুপ্ত প্রজাতির বিভিন্ন মাছ নদীর কূলে পুঁতে রাখা কয়েক কিলোমিটার দৈর্ঘ্যরে বাড়া জালে আটকা পড়ে মারা যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট