চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গোলটেবিল আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০১৯ | ১১:৩৯ পূর্বাহ্ণ

‘নারীর অমূল্যায়িত সেবা কাজে মূল্যায়ন এবং জিডিপিতে সেই কাজের সংযোজন’ শীর্ষক গোলটেবিল আালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানটি পূর্বকোণ ইউসুফ চৌধুরী কনফারেন্স হল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এট পূর্বকোণ ফেসবুক পেইজ থেকেও সরাসরি দেখা যাবে। 

গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারের সঞ্চলনায় গোলটেবিলে আলোচনায় উপস্থিত আছেন- সাবেক সংসদ সদস্য সাবিহা মুছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অর্গানাইজেশন ফর উইমেন এন্ড চিলড্রেন এডভান্সমেন্ট’র (ওকা) সেক্রেটারি জেনারেল খায়রুল আলম সুজন, চসিকের কাউন্সিলর আফরোজা কালাম, চিটাগাং ওমনে চেম্বারের পরিচালক রোজিনা আক্তার লিপি, মেরিন সিটি মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সাগরিকা শারমিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গর্ভনর জনাব আমিনুল হক বাবু, নারীমঞ্চের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আরিকা মাইশা,  ইপশাসর প্রজেক্ট ম্যানেজার ফারাহানা ইদ্রিস প্রমুখ।

বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর চবির সমাজতত্ত্ব বিভাগের ড.ওবায়দুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করবেন, মানুষের জন্য ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শাহানা হুদা। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট