চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রিয় নেতাকে শেষ দেখার অপেক্ষায় চট্টগ্রামবাসী

সাংসদ বাদলের নামাজে জানাজার সময়সূচি পরিবর্তন

নিজস্ব সংবাদদাতা হ বোয়ালখালী

৯ নভেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা, দক্ষ পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা, তিন বারের সাংসদ চট্টলপ্রেমী মঈন উদ্দিন খান বাদলের আজ চট্টগ্রামে ৩টি জানাজা অনুষ্ঠিত হবে। খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামে জানাজার পূর্বের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানান সাংসদের ব্যক্তিগত সহকারী এস এম হাবিব বাবু। তিনি বলেন, রাত সাড়ে ৮টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংসদের মরদেহ এসে পৌঁছায়। পূর্বের সময়সূচি অনুযায়ী তাঁকে শনিবার দুপুরে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নেয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা পরিবর্তন করা হয়। এখন সড়কপথে তাঁর লাশ চট্টগ্রামে আনা হবে। তিনি বলেন, শনিবার সকাল ১০টায় সাংসদের মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্পিকার, মন্ত্রীপরিষদ ও সংসদ সদস্যরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করবেন। ১১টায় ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ মিনারে সর্বস্তরের লোকের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়ার কথা থাকলেও সময়ের স্বল্পতার কারণে তা বাতিল করা হয়েছে।

এব্যাপারে পরিবারের বরাত দিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, সাংসদের মরদেহ সড়কপথে আনার কারণে চট্টগ্রামে ২য় জানাজা জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে বিকেল ৩টার পরিবর্তে মাগরিবের পর, ৩য় জানাজা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আছরের পরিবর্তে রাত ৮টায়, ৪র্থ জানাজা নিজ বাড়িতে সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মাগরিবের পরিবর্তে রাত ৯টায় অনুষ্ঠিত হবে। এব্যাপারে মরহুমের ভাই মনির উদ্দিন আহমদ খান পূর্বকোণকে জানান, ৪র্থ দফা জানাজা শেষে সাংসদ মঈন উদ্দিন খান বাদলকে নিজ বাড়ির সম্মুখস্থ বাবা-মায়ের পাশে নতুন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে চট্টগ্রামে ও বোয়ালখালীতে সাংসদের লাশ গ্রহণে সার্বিক প্রস্তুতি নিয়েছে উপজেলা ও জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, সাংসদের লাশ গ্রহণে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বোয়ালখালীতে তাঁকে গার্ড অব অনার দেয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট