চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই এক্সপো পুনাক’র প্যাভিলিয়ন উদ্বোধন

৯ নভেম্বর, ২০১৯ | ৪:২৬ পূর্বাহ্ণ

১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৯ এ প্রথমবারের মত অংশগ্রহন করল পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। গতকাল ৮ নভেম্বর বিকেল ৪ টায় মেলায় পুনাক এর প্যাভিলিয়নের উদ্বোধন করেন প্রধান অতিথি পুনাক এর সভানেত্রী মির্জা মাহবুবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে সভানেত্রী মির্জা মাহবুবা বলেন, ‘পুনাকের নারী কর্মীরা একদিকে যেমন দেশের দায়িত্ব পালন করে চলছেন তেমনি তাদের প্রতিভার পরিচয়ও মিলবে পুনাকের প্যাভিলিয়নে আসলে। আগ্রহীরা চাইলে পুনাকের পণ্যের জন্য অর্ডারও করতে পারবেন।’ অনুষ্ঠানের অতিথি মনোয়ারা হাকিম আলী বলেন, ‘একটি দেশের ঐতিহ্যের অন্যতম বাহক হল সে দেশের হস্তশিল্প। আর আমাদের দেশের নারীরাই এই হস্তশিল্পের উৎপাদন, প্রচার এবং প্রসারের জন্য কাজ করে চলছেন। যদি এ ক্ষেত্রটিকে আরো উন্নত করা যায় এবং নারীদের উৎপাদিত হস্তশিল্প পণ্য রপ্তানি করা যায় তবে একদিকে নারীরা যেমন স্বাবলম্বী হতে পারবে তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং ও হবে।’ ঘরে প্রস্তুতকৃত নারকেলের চিরা, আচার, মোয়া, দইসহ নানান খাদ্যদ্রব্য পাওয়া যাবে পুনাকের প্যাভিলিয়নে। এছাড়া পুনাকের কর্মীদের তৈরী নকশী কাঁথা, চাদর, শাড়ি, কামিজ, ব্যাগ, অলংকারসহ নানান ধরণের হস্তশিল্প পণ্য পাওয়া যাবে প্যাভিলিয়নে। দেশীয় ঐতিহ্যের পরিচায়ক পুনাকের পণ্যগুলো দেশ ও দেশের বাহিরেও ছড়িয়ে পড়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোকসানা পারভীন, শিউলী ভৌমিক, কোষাধ্যক্ষ, তথ্য প্রচার সম্পাদিকা, সদস্যবৃন্দ এবং আবিদা মোস্তফা, রেখা আলম চৌধুরী, সাবিহা মুসাসহ উইম্যান চেম্বারের পরিচালক এবং সদস্যবৃন্দ। প্যাভিলিয়নের উদ্বোধনী শেষে অতিথিরা পুনাকের স্টল ঘুরে দেখেন এবং পুনাকের কর্মীদের হাতে তৈরী নানান খাদ্যদ্রব্য কিনেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট