চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাদায় আটকা বন্য হাতি

লোহাগাড়া সংবাদদাতা

৮ নভেম্বর, ২০১৯ | ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে আটকে পড়ল এক বন্য হাতি। আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় হাতিটি আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিটি ইতোপূর্বে বাচ্চা প্রসব করেছে। এতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। খাদ্যের সন্ধানে বনাঞ্চলে এসে কাদা মাটি থেকে আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হাতিটি।

পদুয়া ফরেস্ট রেঞ্জের আওতাধীন ডলু বন বিট কর্মকর্তা মোবারক হোসেন সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে ডলু বন বিটের কর্মরত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠালে তারা বিষয়টি দেখেছেন।

তিনি জানান, মনে হচ্ছে হাতিটি অসুস্থ। ডাক্তারি পরীক্ষা প্রয়োজন। নিকটস্থ বনে বন্য হাতির থাকার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারের যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। আগামীকাল ৯ নভেম্বর শনিবার ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেয়া হয়েছে।

বন কর্মকর্তা জানান, বিষয়টি লোহাগাড়া থানা পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে হাতিটির বেঁচে থাকা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে কাদা মাটিতে হাতি আটকে পড়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের অদূরে উৎসুক জনতা ভিড় জমায়।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট