৮ নভেম্বর, ২০১৯ | ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক
চেক প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ওয়াহিদুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ওয়াহিদুল আলম পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ডের বাহুলী এলাকার সামশুল আলমের পুত্র।
জানা যায়, গত ২০১৭ সালের ৬ জুলাই ওয়াহিদুল আলম পাওনা টাকা পরিশোধের জন্য শওকত ওসমান মুন্নার মালিকানাধীন প্রতিষ্ঠান এ কি জে বরাবর ২২ লক্ষ ৫০ হাজার টাকার সমপরিমাণ ঢাকা ব্যাংকের পৃথক দুইটি চেক প্রদান করেন। একই বছরের জুলাই মাসে চেক দুইটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে চেক দুইটি ডিজঅনার হয়। পরে ওয়াহিদুল আলমকে লিগ্যাল নোটিশ দেয় শওকত ওসমান। তা ওয়াহিদ গ্রহণ না করায় শওকত ওসমান বাদী হয়ে ওয়াহিদের বিরুদ্ধে ২২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ওয়াহিদকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং দুইটি চেকে
উল্লেখিত মোট অর্থের সমপরিমাণ অর্থাৎ ২২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ রায়ের পর থেকে ওয়াহিদ পলাতক ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, ‘একটি চেক প্রতারণা মামলায় ওয়াহিদুল আলমকে এক বছর কারাদন্ড দিয়েছেন আদালত। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওয়াহিদকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
পূর্বকোণ/রাশেদ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) সন্ধ্যা ৭.৩০টা, ভারত-উইন্ডিজ, ৩য় টি-২০ (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং সিলেক্ট ১) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
রাত ৮টা, উড়িষ্যা-হায়দরাবাদ, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং ৩)
সন্ধ্যা ৭.৩০টা, রাত ৮.৩০টা, রাত ১২টা ও রাত ১২.৩০টা, সনি ইএসপিএন বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।