৮ নভেম্বর, ২০১৯ | ২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নগরীর পাহাড়তলীতে উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বুলডোজারের চালক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পাহাড়তলীর আমবাগানে এ ঘটনা ঘটে। তবে এতে উচ্ছেদ অভিযান ব্যাহত হয়নি। সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদে ১ হাজার ২শ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় রেলের সাড়ে ৫ একর জায়গা। যার মূল্য আনুমানিক ২শ’ কোটি টাকা বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ। রেলওয়ে সূত্র জানায়, বুধবারের মত গতকাল বৃহস্পতিবার সকালেও দখলে থাকা রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান চালায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এ সময় উচ্ছেদ করা হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। তবে দুুপুরে রেলওয়ের কর্মকর্তারা খাবার খেতে গেলে, হঠাৎ বুলডোজার লক্ষ্য করে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করে অবৈধ দখলদাররা। এতে ওই বুলডোজারের সামনের জানালার অংশ ভেঙে যায়। আহত হন বুলডোজার চালক। পরে খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়েন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম পূর্বকোণকে বলেন, দুপুরের খাবার বিরতির সময় বুলডোজার লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে এর চালক আহত হন। তবে আমরা অভিযান অব্যাহত রেখেছি। সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদে ১ হাজার ২শ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় রেলের সাড়ে ৫ একর জায়গা বলেও জানান তিনি।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৫ |
আসর শুরু | ০৩.৩৩ |
মাগরিব শুরু | ০৫:১৬ |
এশা শুরু | ০৬:৩০ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০২ |
সুর্যোদয় | ০৬ঃ২২ |
রাত ২টা, ওয়েস্টহ্যাম ইউনাইটেড-আর্সেনাল, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১) রাত ৮টা, জামশেদপুর- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০.৩০টা, বেলা ২.৩০টা, সন্ধ্যা ৭.৩০টা ও রাত ১২টা, সনি ইএসপিএন বেলা ১২টা, বেলা ২.৩০টা, বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।