চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধনকালে বক্তারা

জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় কাজ করেন ফায়ারম্যানরা

মফস্বল ডেস্ক

৮ নভেম্বর, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ স্লোগানে উপজেলার বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে গত ৬ নভেম্বর। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় বক্তারা বলেন, বিপদকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষায় এগিয়ে আসেন।

রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা ফায়ার সার্ভিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। খোকন কান্তি বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের লিডার মিঠু দেওয়ান, লিডার নেছার উদ্দিন। বক্তব্য রাখেন আলী আসাদ মোল্লা, আনোয়ার হোসেন, শাহীন মাহবুব, মাহবুব আলম, অনিক খান, হুমায়ুন কবির, তাজেন আলী, তাইমুল হক মেনন, সোদেক সরকার, মোশাররফ হোসেন, মহিউদ্দিন, শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, ইউসূফ ও আকতার খান। উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা থাকতে হবে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছতে হবে।

রাঙামাটি: নিজস্ব প্রতিনিধি জানান, রাঙামাটিতে আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রতন কুমার নাথ। অনুষ্ঠানশেষে অগ্নিনির্বাপক সম্পর্কে রাঙামাটির দমকলবাহিনীর চৌকসকর্মীরা বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

বোয়ালখালী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন স্টেশন অফিসার কীরিটী রঞ্জন রড়–য়া। ফায়ারম্যান এনামুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, কধুরখীল ইউপি চেয়ারম্যান মো. শফিউল আজম শেফু, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, শিক্ষক আমীর হোসেন, সৈয়দ মনিরুল কুদ্দুছ আকবরী, সাংবাদিক আবুল ফজল বাবুল, অধীর বড়–য়া ও রাজু দে।

সীতাকু-: নিজস্ব সংবাদদাতা জানান, পৌরসভা এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকু- ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, সাদেক মস্তান, প্রধান শিক্ষক জাফর সাদেক, আমজাদ হোসেন, সঞ্জয় চৌধুরী ও নওসিন আল মাহমুদ। ফায়ারম্যান মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খোরশেদ আলম, দিদারুল ইসলাম, মঈন উদ্দীন, আবুল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট