চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সেন্টমার্টিনে আইনশৃঙ্খলা সভা

৮ নভেম্বর, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

ইউপি চেয়ারম্যান নুর আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি আ.লীগের সভাপতি মুজিবুর রহমান, হাবীবুর রহমান খান মেম্বার, ইউপি সদস্য আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ফরিদ আহমদ, আব্দুর রউফ, নাজির আহমদ, আবুবকর ছিদ্দিক, মহিলা সদস্যা জহুরা বেগম, সেন্টমার্টিন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, ডা. হাফেজ আবু তৈয়ুব, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আলম ও দোকান মালিক সমিতির প্রতিনিধি অছিমুদ্দীন। সভায় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলম, ভ্যান চালক সমবায় সমিতির সভাপতি ইসহাক মাহমুদ চৌধুরী, মাওলানা জুবাইর, কামরুল ইসলাম, আবুল হাসিম দফাদার, মৌলভী আয়াছ, মকবুল আহমদ প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জেলা পরিষদের নিয়ম না মেনে অবৈধ টোল আদায় করা হচ্ছে। সেন্টমার্টিন ১০ শয্যা হাসপাতালে কোন ডাক্তার না থাকায় দ্বীপবাসী এবং পর্যটকরা জরুরি মুহূর্তে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্বীপ রক্ষার জন্য স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট