চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ভুয়া আইডি খুলে মানহানি পোস্ট, যুবক আটক

কক্সবাজার সংবাদদাতা

৭ নভেম্বর, ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গ ও মানহানি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে সাইয়্যিদ আবুল আলা (৩৩) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে রামু খুনিয়াপালং দারিয়ার দীঘি মৌলভীপাড়া এলাকার এহসানুল্লাহর ছেলে। তার অপকর্মে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন, তাকে আটকের পর উদ্ধার করা ল্যাপটপ ও অন্যান্য মালমাল চেক করা হয়েছে। এতে অনেক ভুয়া ফেসবুক আইডি পাওয়া গেছে। এছাড়া মানহানি করার বিষয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কোর্ট পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার বিকালেই আদালতে চালান প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

পূর্বকোণ/আরাফাত-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট