চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক জালে ৮১ পোয়া, বিক্রি ৪০ লাখে !

নিজস্ব সংবাদদাতা হ কক্সবাজার

৭ নভেম্বর, ২০১৯ | ৩:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িতে এক জেলের জালে আটকা পড়েছে প্রায় ৮১টি কালো রঙের পোয়া মাছ। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি। সবকটি মাছের দাম ধরা হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত। গতকাল বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জালে। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে জামাল উদ্দিন তার মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছের জাল পেতে রাখেন। বুধবার সকালের দিকে তার জালে ধরা পড়ে বিশাল এক কালো পোয়া মাছের স্তুপ। ট্রলারের মালিক বহদ্দার জামাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার আমার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বুধবার পোয়া মাছগুলো আটকা পড়ে। জেলেরা মাছ শিকার শেষে দুপুরের দিকে মাতারবাড়ির জেটিঘাটে ফিরলে স্থানীয় মাছ ক্রেতারা মাছগুলো কিনতে আগ্রহ দেখান। প্রথম পর্যায়ে মাছগুলো ৮০ লাখ টাকা দর ধরা হলেও পরে ৩৯ হাজার পর্যন্ত ক্রয়ে আগ্রহ দেখান এক ক্রেতা। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক নামে এক ব্যবসায়ীকে ৪০ লাখ টাকা দিয়ে মাছ গুলো বিক্রি করেন। জামাল উদ্দিনের নিকটস্থ রুহুল কবির মানিক নামে

এক আত্মীয় জানিয়েছেন, বিকালের দিকে মাছগুলো ৪০ লাখ টাকায় ইসহাক নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, জামাল উদ্দিন একজন দরিদ্র জেলে। জেলে থেকে নিজেই একটি ছোট বোট কিনেন। আশা করি এখন তার আর পিছনে ফিরে তাকাতে হবে না। এক সাথে এতো মাছ ধরায় জালালের ঘরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট