চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সিআইইউ মানবসম্পদ বিভাগ শিক্ষার্থীদের কেডিএস ফ্যাশন পরিদর্শন

৭ নভেম্বর, ২০১৯ | ৩:১৯ পূর্বাহ্ণ

মানবসম্পদ ব্যবস্থাপনার ব্যবহারিক নানা দিক জানতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুলের শিক্ষার্থীরা পরিদর্শন করলেন চট্টগ্রামের কেডিএস ফ্যাশন লিমিটেড। সম্প্রতি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বা মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের এসব শিক্ষার্থীরা সরেজমিনে কেডিএস ফ্যাশন লিমিটেডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তারা প্রতিষ্ঠানের পরিচালনা পদ্ধতি, লোকবল ব্যবস্থাপনা, সম্মিলিত কর্মদক্ষতা, সৃষ্টিশীল যোগ্যতা, পরিকল্পনা, নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ, প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের নিবিড় সম্পর্কসহ বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিআইইউর এইচআরএম বিভাগের চেয়ারম্যান ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ, বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, এইচআরএম বিভাগের প্রভাষক তামান্না বিনতে জামান, কেডিএস গার্মেন্টস ডিভিশনের হেড অব এইচআর সাইফুল আবেদিন, সহকারী ম্যানেজার সনজিত আচার্য প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট