৭ নভেম্বর, ২০১৯ | ৩:১৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টিকাদান কার্যক্রমে অসামান্য ভূমিকা রাখার জন্য সম্প্রতি এঅঠও, দ্যা ভ্যাকসিন এলায়েন্স কর্তৃক ভ্যাকসিন হিরো ২০১৯ সম্মাননায় ভূষিত হন যা বাংলাদেশে টিকাদান কার্যক্রমের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। উক্ত সম্মাননায় অসামান্য ভূমিকা রাখায় বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল এই ৩ সিটি কর্পোরেশনকে বিশেষ ‘সম্মাননা পুরষ্কার’ প্রদান করা হয়। উক্ত সম্মাননা পুরস্কার প্রদান করার লক্ষ্যে গতকাল ৬ নভেম্বর ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। অতিথি হয়ে প্রধান অতিথির নিকট হতে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
সম্মাননা পুরষ্কার গ্রহণকালে তিনি বলেন, ইপিআই কার্যক্রম সফলতা অর্জন করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জাতীয়ভাবে যে সম্মানিত করা হয়েছে তা আমাদের নিকট অত্যন্ত গৌরবের, এতে আমাদের উপর দায়িত্ব আরও বেড়ে গেল। আজকের এই সম্মাননা অর্জনে সফলতা লাভ করায় মেয়র আ. জ. ম নাছির উদ্দীন, সকল কাউন্সিলর, কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম সিভিল সার্জন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ), টঘওঈঊঋ, বিশেষ করে টিকাদান কাজে দায়িত্বপ্রাপ্ত জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী, বে-সরকারি এনজিও সংস্থার কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।-বিজ্ঞপ্তি
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) সন্ধ্যা ৭.৩০টা, ভারত-উইন্ডিজ, ৩য় টি-২০ (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং সিলেক্ট ১) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
রাত ৮টা, উড়িষ্যা-হায়দরাবাদ, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ১ এবং ৩)
সন্ধ্যা ৭.৩০টা, রাত ৮.৩০টা, রাত ১২টা ও রাত ১২.৩০টা, সনি ইএসপিএন বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।