চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিনোদনের রঙ’র ৫ম বর্ষপূর্তিতে ড. অনুপম সেন

শুদ্ধ সংস্কৃতি ও বিনোদন চর্চার মাধ্যমে মানবিক হতে হবে

৭ নভেম্বর, ২০১৯ | ৩:০৪ পূর্বাহ্ণ

বিনোদনের রঙ এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৫ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলী আহমদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি ও সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিনোদনের রঙ এর প্রধান উপদেষ্টা লায়ন এম এ মুছা বাবলু। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চবির সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হোসাইন কবির, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি শাওন প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সি.এম.সি.এল’র পাবলিক রিলেশন অফিসার মো. জসিম উদ্দীন, সজল কান্তি চৌধুরী, ফুলকলি জেনারেল ম্যানেজার এমএ সবুর, শিল্পী ইকবাল মাহমুদ, নাজিম উদ্দীর এ্যানেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিনোদনের রঙ সম্পাদক নাছির হোসাইন জীবন। সংবর্ধিত অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নজরুল শিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি মৃণাল ভট্টাচার্য, লায়ন কাজী নাদিরুজ্জামান, গণায়ন নাট্য সম্প্রদায়ের দল প্রধান অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদের সহ সভাপতি মো. শহীদ উদ্দীন, চট্টগ্রাম মিউজিক্যাল এসো’র সাবেক সভাপতি মো. আলী, নৃত্যশিল্পী সোমা বোস, মোহাম্মদ আমজাদ হোসেন। সোমা বোসের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যম একাডেমী, ঝিকি চাকমার পরিচালনায় মিউজিক লার্ণিং পয়েন্ট, আবৃত্তি পবিবেশন করেন শব্দনোঙর আবৃত্তি সংগঠন, স্বদেশ আবৃত্তি সংগঠন। একক আবৃত্তি করেন সেলিম ভূঁইয়া। তারেক খানের কোরিওগ্রাফারে ফ্যাশন পরিবেশন করেন টি কে ফ্যাশন গ্রুপ।

সভায় ড. অনুপম সেন বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস হাজার বছরের গৌরব আর বর্ণাঢ্যময়। শুদ্ধ সংস্কৃতি ও বিনোদন চর্চার মাধ্যমে আমাদেরকে মানবিক মানুষ হতে হবে। সভার সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল বলেন, চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষকে সত্যিকারভাবে মূল্যায়ন করে চট্টগ্রামকে সারাদেশে প্রতিষ্ঠিত করতে বিনোদনের রঙ ভূমিকা পালন করবে। সাংবাদিক ও গণমাধ্যম মানুষকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনদেরকে গুণিজন সংবর্ধনা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট