চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আগামী নির্বাচন নতুন নেতৃত্বের অগ্নিপরীক্ষা : মোছলেম

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৭ নভেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ২০১৬ সালে সর্বশেষ গঠিত একটি গ্রহণযোগ্য কমিটি বোয়ালখালী আ.লীগকে সুসংগঠিত করেছে। এ কমিটির অর্জন অনেক। আগামীতে যে কমিটি গঠন করা হবে সেই কমিটি বোয়ালখালীর আ.লীগের নেতৃত্বকে আরো প্রসার ঘটাবে। তিনি বলেন, সংসদ, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রতিটি নির্বাচনে আমরা সংগঠিত আ.লীগের মাধ্যমে জয়লাভ করলেও, কাক্সিক্ষত উন্নয়ন করতে পারিনি। হয়নি কালুরঘাট সেতুর বাস্তবায়ন। আগামী কমিটি এ লক্ষ্যে কাজ করবেন। নতুন নেতৃত্বের জন্য আগামী নির্বাচন হবে অগ্নিপরীক্ষা। এ সময় তিনি বোয়ালখালী আ.লীগের সম্মেলন প্রস্তুতি নিয়ে বলেন, ২৫ নভেম্বরের মধ্যে বোয়ালখালী উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত সভাবৃন্দের মতামত নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিমকে আহ্বায়ক, আ.লীগ নেতা রিদুয়ানুল হক টিপু ও শাহাদাত হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৮০ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা দেন তিনি। একইসাথে উপজেলা আ.লীগ কমিটিও বহাল থাকবে বলেও জানান। তিনি বলেন, সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে উপজেলার ১১টি সাংগঠনিক এলাকার মধ্যে ৭টি এলাকায় কাউন্সিলর নির্বাচন সম্পন্ন করেছে দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বাকিগুলোরও দ্রুত তা সম্পন্ন হবে। কাউন্সিলর নিয়ে কোন দ্বিমত থাকলে তা সম্মেলন প্রস্তুতি কমিটি ও উপজেলা আ.লীগ কমিটির মাধ্যমে সংযোজন বিয়োজন করা যাবে।

উপজেলার গোমদ-ী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতি সভায় গত ৫ নভেম্বর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ মোকারমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ, কাজল দে, শফিউল আজম শেফু, শামসুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়া, উপজেলা আ.লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, শফিকুল আলম, আবদুর রউফ, সাইদুর রহমান খোকা, মনসুর আলম পাপ্পী, নুরুল হুদা, কার্যকরী কমিটির সম্পাদক ম-লীর সদস্য যথাক্রমে জহুরুল ইসলাম, এস এম জাকারিয়া, নুরুল আবছার, আবদুল কাদের, রেবেকা সুলতানা মনি, আবুল মোকারম, শেখ শহিদুল আলম, আবদুল মান্নান রানা, জমির উদ্দিন, শাহজাদা মিজানুর রহমান, সেকান্দর আলম বাবর, ওয়াসিম মুরাদ, ইকবাল হোসেন তালুকদার, মোশারফ হোসেন, জিএম বাবর চৌধুরী, আনিসুর রহমান বাবর, আবদুল্লাহ হারুন রিপন, আবদুল্লাহ আল নোমান, ছাত্রলীগ নেতা আবদুল মোনাফ, আরিফুল হাসান রুবেল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট