চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইস্ট ডেল্টায় প্রফেশনাল প্রোগ্রামে ড. ফরিদ

মানব সম্পদ ব্যবস্থাপনার সফলতায় দক্ষতা জরুরি

৫ নভেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

মানবসম্পদ ব্যবস্থাপনায় সফলতা অর্জনে দক্ষতা জরুরি। প্রতিষ্ঠানের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে কার্যকরী মানবসম্পদ ব্যবস্থাপনা এবং দক্ষ এইচ আর বিভাগ জরুরি। নিত্যনতুন সমস্যা সমাধান ও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মদ্যোগী রাখতে এইচআর পেশাজীবীদের সময়ের সাথে যুগোপযোগী থাকা প্রয়োজন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) এডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট এন্ড চেইঞ্জের অধীনে এডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এসিএইচআরএম) প্রোগ্রামে ৩য় ব্যাচের সার্টিফিকেট প্রদান ও ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ইডিইউ সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট এন্ড চেইঞ্জ (সিপিডিসি) এর প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্না’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইডিইউ স্কুল অব বিজনেসের এসোসিয়েট ডিন ও সিপিডিসি এর পরিচালক ড. মুহাম্মদ রকিবুল কবির। এতে আরো অতিথি ছিলেন হাইডেলবার্গ সিমেন্টের কান্ট্রি এইচ আর ম্যানেজার মো. আলমগীর, ইডিইউর প্রভাষক রওনক আফরোজ, প্রভাষক রিদওয়ান করিম, শায়দুর রহমান, আতাউর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট