চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে নকল ঘি তৈরির কারখানার সন্ধান, আটক ১

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৫ নভেম্বর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়ার গৌরশংকর হাট এলাকার একটি ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘বাঘাবাড়ি স্পেশাল খাঁটি ঘাওয়া ঘি’সহ বিভিন্ন নামের ভেজাল ঘি। অবশেষে সেই ঘি তৈরির এই আস্তানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ নভেম্বর বিকেলে ওই আস্তানাটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ ও তার সঙ্গীয় টিম হাতেনাতে আটক করে একমাসের জেল দিয়েছে নকল ঘি তৈরির মূল হোতাকে। এ সময় বিপুল পরিমাণ নকল ঘি, তৈরীর সরঞ্জাম, লগো, খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের লেভেল, স্টিকারসহ বিভিন্ন জিনিসপত্র প্রকাশ্যে পুড়িয়ে ও ফেলে ধংস করা হয়। সাজাপ্রাপ্ত আসামি হলেন মো. সোহেল (৩৮) সৈয়দপুুরের নদিয়া উপজেলার লৌনসি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তবে সে রাউজান থেকে বিয়ে করে বর্তমানে কয়েক বছর ধরে ঊনসত্তর পাড়া এলাকার এরশাদুর রহমান ভাড়া বাসায় বসবাস করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী ওষা মারমা বলেন ‘আটক ব্যক্তিকে রবিবার রাতে ভোক্তা অধিকার একমাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।’ এ প্রসঙ্গে পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন ‘আটক (সোহেল) স্বীকার করেছে, সে একবছর ধরে এসব নকল ঘি তৈরি করে প্রক্রিয়াজাতের মাধ্যমে বাজারে বিক্রি করে আসছে।’ তবে এলাকাবাসীর অভিযোগ সে গত কয়েকবছর ধরেই তার বাসায় এসব নকল ঘি তৈরি, প্রক্রিয়াজত, বিক্রি করে আসলেও বাসার মালিক এরশাদুর রহমান রহস্যজনক কারণে এতদিন নীরব থাকায় জনমনে বিভিন্ন প্রশ্ন জেগেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট