চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হলদিয়া কুঞ্জবন বিহারে কঠিন চীবর দানোৎসব

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৫ নভেম্বর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

রাউজান হলদিয়া কুঞ্জবন বিহারে কঠিন চীবর দানোৎসব ও লোকানন্দ স্মৃতি সংঘের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ২ নভেম্বর। সংঘনায়ক শ্রদ্ধালংকারের সভাপতিত্বে মহাস্থবির বিহার প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সুমনতিষ্য মহাস্থবির। প্রধান ধর্মালোচক ছিলেন অধ্যক্ষ শ্রদ্ধাপাল স্থবির। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ শান্ত জ্যোতি ভিক্ষু। আশির্বাদক ছিলেন সুগতপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন বিপুলবংশ মহাস্থবির, অধ্যক্ষ দীপানন্দ স্থবির, অধ্যক্ষ জ্ঞাননন্দ ভিক্ষু, অধ্যক্ষ কুশলজ্যোতি ভিক্ষু। ধর্মালোচক ছিলেন অধ্যক্ষ এল ধর্মরত্ন স্থবির, অধ্যক্ষ করুনারত্ন স্থবির, উপাধ্যক্ষ আদিবংশ ভিক্ষু, উপাধ্যক্ষ সুমনলংকার ভিক্ষু। লভা বড়ুয়া ও সুমন বড়–য়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নিরঞ্জন বড়–য়া, কুমুদ বিহারী বড়–য়া, মেম্বার সবুজ বড়–য়া, রমনী মোহন বড়–য়া, মধুরঞ্জন বড়–য়া, মনোরঞ্জন বড়–য়া, রতিকান্ত বড়–য়া, মন্টু বিকাশ বড়–য়া, অরুন বড়–য়া, যতিন্দ্র বড়–য়া, সাধন বড়–য়া, মিলন বড়–য়া, সুশীল বড়–য়া, লোকনন্দ স্মৃতি সংসদের সভাপতি উজ্জ্বল বড়–য়া ও সাধারণ সম্পাদক শাওন বড়ুয়া প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন দানবীর অনুত্তর বড়–য়া, সবুজ কান্তি বড়–য়া, রাহুল বড়–য়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট