চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিএমইএ’র ইফতার ও দোয়া মাহফিল

পোশাক খাতকে সমৃদ্ধ করছে বন্দর: ড. রুবানা

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৯ | ১১:০২ অপরাহ্ণ

দেশের পোশাক খাতের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি করছে বন্দর। কেননা এই খাতের ৫০ শতাংশ ব্যবসা বন্দর কেন্দ্রিক। তাই দেশের পোশাক খাতের উন্নতির লক্ষ্যে বন্দর ও বিজিএমইএ’কে এক সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নব নির্বাচিত প্রেসিডেন্ট ড. রুবানা হক। 

শনিবার (১১মে) সন্ধ্যায় নগরীর নেভি কনভেনশান হলে আয়োজিত বিজিএমইএ’র ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর ঠিক থাকলে দেশের পোশাক খাতও ঠিক থাকবে। 

বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি ফয়সাল সামাদ, সহ সভাপতি (অর্থ) এম এ রহিম ফিরোজ, সহ সভাপতি আরশাদ জামাল দিপু, সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী ও এস এম আবু তৈয়ব, মাঈন উদ্দিন আহমেদ মিন্টু, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকেনসন, আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কায়ুমী, এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য চেরি ব্লেয়ার, ভাইস চ্যান্সেলর নির্মলা রাও, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, কাস্টম বন্ড কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মোহাম্মদ নাসের সহ বিজিএমই’র সকল বোর্ড সদস্য এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট