চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডায় ট্রাম্প

২ নভেম্বর, ২০১৯ | ৩:১৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, তিনি নিউইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে গিয়ে স্থায়ী আবাস গড়ে তুলবেন। তিনি দাবি করেছেন, তার নিজের শহর নিউইয়র্কে তাকে ‘অত্যন্ত খারাপভাবে দেখা হয়’। প্রেসিডেন্ট এক টুইটে বলেন, ‘আমি এবং আমার পরিবার ফ্লোরিডার পাম বিচে স্থায়ী আবাসন গড়ে তুলবো’। তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক এবং এর অধিবাসীদের প্রশংসা করি, সর্বদা কল্যাণ কামনা করি, তবে দুঃখজনক যে, এই শহরে মিলিয়ন মিলিয়ন

ডলার ব্যয় করা সত্ত্বেও নগরী এবং অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতারা আমাকে খুব খারাপভাবে মূল্যায়ন করে।

নিউইয়র্ক টাইমস’র এক রিপোর্টে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় অধিবাসী ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া সেপ্টেম্বরে তাদের স্থায়ী বাসস্থান ম্যানহাটন থেকে পাম বিচে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।- বাসস

রিপোর্টে বলা হয়, ট্রাম্পের স্থায়ী বাসস্থান পরিবর্তনের ব্যাপারে হোয়াইট হাউস কর্মকর্তারা কথা বলেননি, তবে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, প্রথমত কর সংশ্লিষ্ট ব্যাপারে তিনি আবাসস্থল পরিবর্তন করছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট