চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইছামতি বৌদ্ধ বিহারে চীবরদান উৎসব

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২ নভেম্বর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সে কঠিন চীবরদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৩০ অক্টোবর।

রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমলজ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের ধুতাঙ্গ সাধক মেত্তাবংশ স্থবির। উদ্বোধক ছিলেন ইছামতি বিহারের পরিচালক সুমঙ্গল মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, ধর্মীয় নেতা জিনানন্দ মহাস্থবির, সুমেধানন্দ মহাস্থবির, শুদ্ধানন্দ মহাথের, পি. লোকানন্দ মহাস্থবির, দীপংকর থের, সুনন্দ থের, শাসনপ্রিয় থের, করুনানন্দ থের। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুমঙ্গল মুৎসুদ্দী। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সেলিম, লোকমানুল হক তালুকদার, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক অর্থদর্শী বড়–য়া, মুক্তিযোদ্ধা সুশান্ত বড়–য়া, উদয় প্রসাদ বড়–য়া, প্রকৌশলী দিলীপ কুমার বড়–য়া, অমল কান্তি বড়–য়া, সমীরণ বড়–য়া সেন্টু, অধ্যক্ষ কিশোর কুমার বড়–য়া, সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়–য়া, যুগ্ম সম্পাদক সমীর বড়–য়া শিমুল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট