চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভ্রাম্যমাণ আদালতের অভিযান শিকলবাহায় কর্ণফুলী চক্ষু হাসপাতাল সিলগালা

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

২ নভেম্বর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

উপজেলার শিকলবাহা এলাকায় কর্ণফুলী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ৩০ অক্টোবর বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ। উপজেলা প্রশাসন জানায়, চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকলেও কর্ণফুলী চক্ষু হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালে রোগীর সাথে প্রতারণা করায় সেখানে অভিযান চালান ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ দৈনিক পূর্বকোণকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া চোখ অপারেশন, অপারশেন থিয়েটারের সরঞ্জামে মরিচা আসার দায়ে অপারেশন থিয়েটারসহ ওয়ার্ড, কেবিনের ৬টি রুমে সিলগালা করা হয়। অভিযান টের পেয়ে হাসপাতালটির মালিক পালিয়ে যায়। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১৪ জন রোগীর টাকা ফেরৎ নিয়ে দেয়া হয়। এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট