চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎহীন এলাকাগুলোকে আলোকিত করতে ৫৭ হাজার সোলার বিতরণ করা হবে

চার প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য

বান্দারবান সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০১৯ | ২:০৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎহীন এলাকাগুলোকে খুব শীঘ্রই সোলারের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ লক্ষ্যে দুর্গম এলাকাগুলোতে ৫৭ হাজার পরিবারের মাঝে সোলার বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে মন্ত্রী বান্দরবানের সুয়ালক ইউনিয়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চারটি প্রকল্প উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাস, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমূখ উপস্থিত ছিলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সীমান্তের যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোকেও সড়ক যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কফি ও কাজুবাদাম চাষের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী সুয়ালক ইউনিয়নের টংকাবতী ভাগ্যকুল চিম্বুক সড়কসহ চারটি প্রকল্পের উদ্বোধন করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট