চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হাটহাজারীতে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা

৩১ অক্টোবর, ২০১৯ | ৪:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বুধবার হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাইদ হাছানের সভাপতিত্বে কর্মশালায় যৌতুক, বাল্যবিয়ে, ডেঙ্গু প্রতিরোধ, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, অটিজম, নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ আরো বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা। এতে বক্তব্য রাখেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, নুরুল আহসান লাভু, ইদ্রিছ মিয়া তালুকদার, আলি আহম্মদ, শিক্ষক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক শিমুল মহাজন, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মনছুর আলি, আবু তালেব, মোহাম্মদ আলি, মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের প্রধান সহকারীর সঞ্চালনায় কর্মশালায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, এনজিও কর্মী ছাড়াও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট