চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিআরটিএ সমীপে

৩১ অক্টোবর, ২০১৯ | ৩:১২ পূর্বাহ্ণ

আমরা চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ হতে নিউমার্কেট পর্যন্ত চলাচলকারী ৩ (তিন) নম্বর বাসের (মিনিবাস/রেঞ্জার) হতভাগ্য যাত্রীসাধারণ। আমরা দীর্ঘদিন ধরে উক্ত রুটে (৩নং) চলাচল করে আসছি, কিন্তু বেশ কিছুদিন ধরে উক্ত রুটের বাসগুলি নির্দিষ্ট গন্তব্যে চলাচল করে না। যেমন ফতেয়াবাদ থেকে ছাড়লে বেশিরভাগ গাড়ি অক্সিজেন বা মুরাদপুর এর পরে আর যেতে চায় না এবং নিউমার্কেট থেকে ছাড়লে মুরাদপুর অথবা অক্সিজেন এর পরে আর যায় না, এতে করে সাধারণ যাত্রীদের দারুন ভোগান্তি পোহাতে হচ্ছে তদুপরি বাস ভাড়াও দ্বিগুণ খরচ হচ্ছে, তাছাড়া বৃদ্ধ মহিলা ও শিশুদেরকে বেশি কষ্ট পোহাতে হচ্ছে, কারণ মুরাদপুরে নেমে ফুটওভার ব্রিজ পার হয়ে আবার গাড়িতে উঠতে হচ্ছে। এই নিয়ে গাড়ির চালক/হেলপারদের সাথে যাত্রীদের বাক-বিত-া প্রায়ই লক্ষ্য করা যায়,

যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। গত কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালত কিছু গাড়িকে জরিমানাও করা হয়, এতেও এদের টনক নড়েনি। তারা প্রতিনিয়ত একই নিয়মে গাড়ি চালিয়ে যাচ্ছে। তাই জন-সাধারণের ভোগান্তি লাঘবে উক্ত রুটে চলাচলকারী ৩ (তিন) নম্বর বাসের চালক/হেলপারদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

আনোয়ার হোসেন
মাঝিরঘাট, বাংলাদেশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট