চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন

৩১ অক্টোবর, ২০১৯ | ৩:১২ পূর্বাহ্ণ

মা হচ্ছে পৃথিবীর অমূল্য সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র মোহাম্মদ তারেকের মা অনেক দিন থেকেই অসুস্থ। হঠাৎ করে তার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা করে জানান তার দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে।

তারপর থেকেই শ্যামলী ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজিতে রেখে তার মায়ের প্রতিনিয়ত সাধারণ চিকিৎসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন ২/৩ রকমের টেস্ট, দামি ইনজেকশন, ঔষধ-পত্র, সপ্তাহে ২ বার ডায়ালাইসিস সাথে ২ ব্যাগ রক্ত এখন দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। এসবে প্রায় ৩-৪ হাজার হাজার টাকা প্রতিদিনই খরচ করতে হচ্ছে।
সহায় সম্বল যা কিছু ছিল সবকিছু উজাড় করে দিয়ে এখন নিঃস্ব হয়ে অন্যের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। ডাক্তার

জানিয়েছেন, বিদেশে নিয়ে অপারেশন করানো হলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য কমপক্ষে ১৫ লাখ টাকা প্রয়োজন। তাই তারেক মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
ফেসবুক: অনফঁষষধয অখ ঞধৎবশ
ঊসধরষ: ঃধৎবশফঁ১৬৯৩@মসধরষ.পড়স

আরিফ ইকবাল নূর
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট