চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিক্রেতাকে জরিমানা করলেন ইউএনও

কাপড়ের রং দিয়ে রঙিন জিলাপি

১০ মে, ২০১৯ | ৯:২৬ অপরাহ্ণ

হাটহাজারীর কাঠিরহাট এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে কাপড়ের রং দিয়ে জিলাপি, বেগুনি ও পেঁয়াজু তৈরির সময় এক বিক্রেতাকে হাতেনাতে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। শুক্রবার (১০ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কঠিরহাটের একটি ইফতারির দেকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাপড়ের রং দিয়ে জিলাপি, বেগুনি ও পেঁয়াজু তৈরির দায়ে বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ঘি বিক্রির দায়ে অন্য এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়াও অতিরিক্ত দামে কলা বিক্রির দায়ে কলা বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট