চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চমেক হাসপাতাল পরিদর্শনকালে রোগীর ব্যবস্থাপত্র দেখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

মাশরাফিকে নিয়ে অশালীন মন্তব্য উচিত নয়: প্রতিমন্ত্রী মুরাদ

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০১৯ | ৬:০১ অপরাহ্ণ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কিছু লেখা চিকিৎসকদের উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শনকালে আজ শুক্রবার (১০ মে) তিনি এ মন্তব্য করেন । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুরাদ বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরাই শুধুমাত্র চিকিৎসক হয়ে থাকেন। তারা যখন একজন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ককে নিয়ে অশালীন কথা লেখেন, তা কোনভাবেই মেনে নেয়া যায় না। সবচেয়ে বড় কথা, চিকিৎসকদের এমন মানসিকতা কখনোই কাম্য নয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা আরো বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের এ হাসপাতালের শয্যা বাড়ানো নিয়ে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে। শীঘ্রই কাজ শুরু করা হবে। পাশাপাশি চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করতেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান মুরাদ।

এর আগে প্রতিমন্ত্রী আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট