চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড়ে হত্যার রাজনীতি করে আ. লীগকে দুর্বল করা যাবে না : দীপংকর তালুকদার

পূর্বকোণ প্রতিনিধি হ রাঙামাটি অফিস

২৪ অক্টোবর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে হত্যার রাজনীতি করে আওয়লীগকে দুর্বল করা যাবেনা। তাঁর প্রমাণ বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কুমার তঞ্চঙ্গ্যাকে হত্যা করার পরও আওয়ামীলীগ এখানে দিন দিন শক্তিশালী হচ্ছে। বর্তমান আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকা-ে পার্বত্য জনপদ এখন উন্নয়নের আলোয় আলোকিত। উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে দল পূর্বের যেকোন সময়ের চেয়ে সুসংহত। গতকাল বুধবার (২৩ অক্টোবর ২০১৯) রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিলাইছড়ি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনে উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি অংচাখই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা ক্যারল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্তরঞ্জন দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাখাওয়াৎ হোসেন রুবেল, বাদল কান্তি দে, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, দপ্তর সম্পাদক প্রদীপ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আরো বলেছেন, যারা পাহাড়ে এইসব সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের দিন শেষ হয়ে এসেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে যদি এগিয়ে আসা যায় তা হলে পাহাড়ে শান্তি ও উন্নয়ন দুটোই সম্ভব বলে দীপংকর তালুকতার মতামত ব্যক্ত করেন।

এর আগে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিলরদের সরাসরি ভোটে রাঙামাটি জেলা পরিষদের প্রাক্তন সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যাকে সভাপতি ও শাহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট