চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাজস্থলীতে হেডম্যানকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা হ কাপ্তাই

২৪ অক্টোবর, ২০১৯ | ২:৩৪ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলছড়ি মৌজার হেডম্যান এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপময় তালুকদারকে (৪৫) গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। রাজস্থলী-ফরোয়া সংযোগ সড়কের হলদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে গতকাল বুধবার (২৩ অক্টোবর) তার লাশ উদ্ধার করেছে রাজস্থলী থানার পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফরোয়া-রাজস্থলী সংযোগ সড়কের কাজে হলদিয়া জিরো পয়েন্টে পাথর সরবরাহ করে সেনাবাহিনীর কাজে সহায়তা করতে তিনি গত মঙ্গলবার সেখানে যায়। ওইদিন দুপুরে ২টার দিকে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে তিনিসহ ৪ জনকে অপহৃত হয়। পরে ৩ জনকে মুক্তি দিলেও সন্ত্রাসীরা রাতে দীপময়কে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে যায়। স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে সংবাদ দিলে রাজস্থলী থানার পুলিশ গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দীপময়কে সন্ত্রাসীরা কুপিয়ে এবং মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। তার মাথায় গুলি এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান জানিয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে পুলিশ বাদি হয়ে রাজস্থলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। দীপময় হত্যার ঘটনায় রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন দিলদার হোসেন অভিযোগ করেন, পাহাড়ি সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকা-ের ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তীর দাবি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট