চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি

আদালত প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০১৯ | ২:৩৪ পূর্বাহ্ণ

সাড়ে তিনভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতে নগরীর বান্ডেল রোডের বাসায় ঢুকে দিন-দুপুরে বৃদ্ধা গৃহকর্ত্রী ও শিশু গৃহকর্মী খুনের দায়ে আদালত এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন। একই রায়ে দ-বিধির পৃথক ধারায় আসামির ১০ বছর সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-ের আদেশ দিয়েছেন। গতকাল বুধবার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ-রায় দেন। আসামি জনৈক সাইফুল ইসলামের ছেলে মো. সোলায়মান কারাগারে রয়েছেন। মহানগর পিপি এডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী পূর্বকোণকে বলেন, রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন।

২০০৯ সালের ১৮ আগস্ট নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে সোলায়মান ঢুকে। বাসায় অন্য কোন সদস্য না থাকার সুযোগে গৃহকর্ত্রী নুরজাহান বেগম (৭০) এর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার জন্য তাঁকে খুন করে। এসময় গৃহকর্মী পপি আক্তারকেও খুন করে সোলায়মান। এরপর সাড়ে তিনভরি স্বর্ণালঙ্কার নিয়ে বের হয়ে যান।

নিহত নুরজাহান বান্ডেল রোডের জনৈক হাছি মিয়ার স্ত্রী। এ ঘটনায় নুরজাহানের ছেলে ফারুক হোসেন কোতোয়ালী থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৯ আগস্ট পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে ওইদিনই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ গঠনের পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্যপ্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট