চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টেকনাফে অপহৃত স্কুলছাত্রী দুই বোনকে ফেরৎ দিল ডাকাত হাকিম

নিজস্ব সংবাদদাতা হ টেকনাফ

২৪ অক্টোবর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে ৩ দিন পর টেকনাফের শীলখালী থেকে অপহৃত বাহারছড়া মনতইল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তসলিমা আক্তার (১৩) ও লাকি আক্তারকে (১১) ফেরৎ দিয়েছে দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম। বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন জানান, ‘গত ১৯ অক্টোবর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাহাড়ি জনপদের মূর্তিমান আতঙ্ক দুর্র্ধর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের বাহিনী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের

মাঠপাড়া এলাকার বাসিন্দা হেডম্যান আবুল কালামের কন্যা মনতইল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তসলিমা আকতার (১৩) ও লাকি আকতার (১১) নামে দুই বোনকে অপহরণ করে গহীন অরণ্যে নিয়ে যায়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় রাতভর অভিযান চালিয়েও অপহৃতদের উদ্ধার করতে পারেনি। অপহরণের পর ডাকাত আব্দুল হাকিম হেডম্যান আবুল কালামের নিকট মুক্তিপণ দাবি করে। কিন্তু আবুল কালাম অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় তাদের দাবি মেটাতে পারেননি। ৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কোন প্রকার মুক্তিপণ না পাওয়ায় ২৩ অক্টোবর রাত ৩টার দিকে হেডম্যান আবুল কালামের বাড়ির অদূরে জঙ্গলের পাশে অপহৃতদের রেখে গহীন অরণ্যে চলে যায় ডাকাত আব্দুল হাকিমের দল। ডাকাত আব্দুল হাকিম বাহিনীর আগমন ও অপহৃতদের জঙ্গলের পাশে রেখে যাওয়ার সংবাদ পেয়ে শামলাপুর পুলিশ তাৎক্ষণিক পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট