চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাদ্য গুদাম সিলগালা ৫ সদস্যের তদন্ত কমিটি

২৪ অক্টোবর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

দেওয়ানহাট সিএসডি খাদ্য গুদামে সিলগালা করা চালের পরীক্ষা-নিরীক্ষার জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কোন ছাড় দেয়া হবে না। খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আনিছুজ্জামান, উপ-পরিচালক মো. আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, আঞ্চলিক খাদ্য বিভাগের সহকারী রসায়নবিদ রফিকুল ইসলাম। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান কমিটি বিষয়ে নিশ্চিত করে বলেন, আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে দেওয়ানহাট সিএসডি গুদামের ১০ টি খাদ্য গুদাম সিলগালা করে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নি¤œমানের খাদ্য মজুদ করা এবং গুদামে পোকা-মাকড়ের প্রাদুর্ভাবের অভিযোগে গুদাম সিলগালা করে দিয়েছেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট