চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র সভা অনুষ্ঠিত

২৪ অক্টোবর, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশ-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র রেগুলার সভা গত ২২ অক্টোবর সন্ধ্যায় আগ্রাবাদস্থ হোটেল ভিলেজ-এ ক্লাব প্রেসিডেন্ট লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারী লায়ন বাবলা দে এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন মীর আকতার হোসেন। বক্তব্য রাখেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, ক্লাব টেজারার লায়ন খাইরুল আব্বাস চৌধুরী সোহেল, এলসিএফ কো-অর্ডিনেটর লায়ন প্রিয়তম মহাজন, এডমিনিস্ট্রেটিভ অফিসার লায়ন আর্কিটেক্ট প্রণত মিত্র চৌধুরী, মার্কেটিং এন্ড কম্যুনিকেশন অফিসার লায়ন ইঞ্জিনিয়ার এটিএম সেলিম রেজা, বোর্ড ডিরেক্টর লায়ন ইঞ্জিনিয়ার সঞ্চয় দাশ, বোর্ড ডিরেক্টর লায়ন ইঞ্জিনিয়ার কানু আইচ, বোর্ড ডিরেক্টর লায়ন ইঞ্জিনিয়ার বাবু পাল, বোর্ড ডিরেক্টর লায়ন মো. নূর রশিদ, সদস্য লায়ন কবিতা রাণী শর্মা, লায়ন আল ফারজানা আকতার জলি, লায়ন ইঞ্জিনিয়ার তীর্থ সারথী দাশ, লায়ন মো. ফরহাদ প্রমুখ। সভায় এক্টিভিটিস এবং এডমিনিস্ট্রেটিভ এই দুই নামে দু’টি ব্যাংক হিসাব খোলা, আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভারতে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ইসামী ফোরাম কনভেনশন ক্লাবের পক্ষ থেকে ৭ সদস্যের অংশগ্রহণ, ‘ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড’ শিশু শিক্ষা কার্যক্রমে একজন শিশুর দায়িত্ব নেয়া, চাটার্ড নাইট সম্পন্ন করা, ক্লাবের স্কুলিংয়ের আয়োজনসহ­ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।­ সভায় বক্তারা বলেন, মানবতার কল্যাণের ব্রত নিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র যাত্রা শুরু। সেবা দেয়া এবং নেয়া দু’টা­­­ই পরম আনন্দ ও উচ্ছ্বাসের। তাই ‘হাসির তরে সেবা’ জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক এর এই স্লোগানের তাৎপর্য লায়নদেরকে দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট