চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

জামেয়ান রাউজান ছাত্র পরিষদের কাউন্সিলে এম এ মান্নান

ইসলামের মানবিক দর্শন সর্বত্র ছড়িয়ে দিতে হবে

২৪ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় রাউজান উপজেলার সকল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জামেয়ান রাউজান ছাত্র পরিষদের কাউন্সিল অধিবেশন ২১ অক্টোবর বিকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান। উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদার। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক কবি মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. সরওয়ার উদ্দিন কাদেরী, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আরিফুর রহমান, হাজেরা তজু কলেজের অধ্যাপক মুহাম্মদ অহিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল মালেক, মুহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, আহসান হাবীব চৌধুরী হাসান। পরিষদের সদস্য সচিব মুহাম্মদ এহসান কাদেরের সঞ্চালনায় সাবেক জামেয়ানদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দীন আহমদ রেযা খাঁন, কাজী হাবিবুর রহমান, মুহাম্মদ নঈম উদ্দিন, সেকান্দর হোসাইন আল কাদেরী, মাওলানা মুয়াজ্জেম হোসেন, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি, মাওলানা আনোয়ার হোসেন শাওন, মাওলানা কাযী শওকত উদ্দীন, মাওলানা রাশেদুল ইসলাম আলকাদেরী, মুহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথি আল্লামা এম এ মান্নান বলেন, ইসলাম এমন একটি জীবন দর্শন যে, এর সব কর্মকা-ে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। ইসলামে সব কিছুর ওপর মানবিক মূল্যবোধের স্থান। উদারতা, সহিষ্ণুতা, সাম্য ইসলামের সৌন্দর্য্য। কাউন্সিলে সর্বসম্মতিতে মুহাম্মদ সালামত রেযা কাদেরীকে সভাপতি এবং মুহাম্মদ বাহাউদ্দিন কাদেরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট