চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের দু’দিনব্যাপী স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা সম্পন্ন

২৪ অক্টোবর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আয়োজিত প্রসূতি, নবজাতক, শিশু এবং বয়সন্ধি স্বাস্থ্য সেবা পরিসংখ্যা বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম স্বাস্থ্য দপ্তর। বিভাগের ১১ জেলার সিভিল সার্জনসহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং আবাসিক মেডিকেল অফিসার ও পরিসংখ্যানবিদরা এতে অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বাংলাদেশে সরকারিভাবে প্রসূতি সেবার মান বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিংয়ের ফলে মাতৃমৃত্যুর হার পৃথিবীর অন্যন্য স্বল্পোন্নত দেশের তুলনায় অনেক কম। তাছাড়া বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে জিরো টালারেন্স ঘোষনা করেছে। ফলে দেশে নবজাতক এবং শিশু মৃত্যুর হার অনেক কম। স্বাস্থ্য বিভাগের বয়সন্ধি স্বাস্থ্য সেবা এবং এ বিষয়ে প্রচার প্রচারনার ফলে কিশোরীরা সংক্রামক ব্যাধি হতে মুক্ত হতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট