চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘মিসেস আইডল’ মুকুট পেলেন বৃষ্টি মির্জা

২৪ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবার অনুষ্ঠিত ‘মিসেস আইডল’ প্রতিযোগিতায় মুকুট বিজয়ী হলেন বৃষ্টি মির্জা। রাইজিং স্টার এ রিয়েলিটি শো’র আয়োজন করে। গত (২২ অক্টোবর) রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গ্রান্ড ফিনালে ছিল জমজমাট গালা নাইট। প্রথম রানার্স আপ হয়েছেন উষা এশা, দ্বিতীয় রানার্স ফারজানা হুরি, লাইভ ভোটে বিজয়ী হয়েছেন আয়েশা আরমিন। বিচারক ম-লীর দায়িত্ব পালন করেন ডিজাইনার রওশন আরা চৌধুরী চৌধুরী, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও কলা অনুষদের ডিন ও ফ্যাশন ডিজাইন টেকনোলজি ডিপার্টমেন্ট’র সহযোগী অধ্যাপক শিল্পী অধ্যাপক মো. ইউনুস, শিল্পী ও ফ্যাশন ডিজাইনার সুব্রত বড়–য়া রণি, ম্যানটরস’ চট্টগ্রাম’র ডিরেক্টর মানজুমা মোর্শেদ নাদিয়া. বাংলাদেশ টেলিভিশন’র প্রযোজক রিফাত মোস্তফা এবং ভোটিং রাউন্ডে প্রধান নির্বাচন কমিশনার এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইম্যান রহমান ম্যানেজার (সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজম্যান্ট) লায়ন ওবায়দুর রহমান। অর্গানাইজার প্যানেলে ছিলেন চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন, ভাইস প্রেসিডেন্ট রুপা রোজারিন, শিউলী বিশ^াস। আয়োজনে আলমগীর হোসেন আলোর কোরিওগ্রাফি ও প্রিথা পারমিতার সঞ্চালনায় প্রতিযোগিতায় গ্রান্ড ফিনালে গালা নাইটে প্রতিযোগীদের জমজমাট পরিবেশনা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, নগর গোয়েন্দা পুলিশের ডিসি মুস্তাইন হোসাইন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামের সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রেসিডেন্ট খালেদা আউয়াল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট