চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কলেজ পর্যায়ে অনার্স কোর্স চালুর অনুমোদনে মান যাচাইয়ের পরামর্শ

২৪ অক্টোবর, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় বিশ^বিদ্যালয় অধীভুক্ত বিভিন্ন কলেজ অনার্স কোর্স চালুর অনুমোদনের ক্ষেত্রে শিক্ষক ও পাঠদানের মানসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ. কে. এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু সভায় অংশগ্রহণ করেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন বিষয়ে, শিক্ষার গুনগত মান এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এস.ডি.জি-৪) অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।-বাসস

সভায় জানানো হয়, দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের লক্ষ্যে ১ম পর্যায়ে ১ শ’টি উপজেলায়টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য প্রকল্প প্রণয়ন কার্যক্রম চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন’ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি সভায় তুলে ধরা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন দপ্তরের প্রধানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট