চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৩ কোটি টাকার ইয়াবা এলো মিয়ানমার থেকে

কক্সবাজার সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০১৯ | ৫:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদী সংলগ্ন হাজী খালে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা প্রায় ১৩ কোটি  ৪ লাখ ৩০ হাজার টাকার ইয়াবা চালান জব্দ করেছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকালে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২৩ অক্টোবর (বুধবার) ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম মিয়ানমার থেকে বড় ধরনের ইয়াবার চালান আসার গোপন সংবাদ পান। এর ভিত্তিতে দমদমিয়া বিওপির বিশেষ টহলদল নিয়ে দমদমিয়া হাজী খালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদীর মাঝখান থেকে ৪/৫জন মানুষ সাঁতার কেটে কেওড়া বাগান হয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। পরে কেওড়া বাগান হয়ে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায় তারা।

এসময় ঘটনাস্থল তল্লাশি করে বড় বড় কয়েকটি ইয়াবার বস্তা পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট