চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চন্দনাইশে মদ ও নারী নির্যাতন মামলার আসামিসহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা হ চন্দনাইশ

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী নির্যাতন, ব্যাটারী চালিত রিকশা চুরির আসামিসহ ৪ জনকে আটক করেছে।

গতকাল ২২ অক্টোবর চন্দনাইশ থানা পুলিশ ব্যাটারী চালিত রিকশা চুরির মামলার জের ধরে দোহাজারী উল্লাপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. ইমরান (১৮), ফোরকান আহমদের ছেলে আবু তালেব (৩০ কে আটক করে। অপর দিকে পূর্ব হাসনদন্ডী এলাকায় মদ বিক্রির সময় ৫ লিটার মদসহ ইসহাক ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪) কে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অন্য দিকে পূর্ব ধোপাছড়ি রেকঘাটা এলাকায় ইসলাম মিয়া প্রকাশ বাঁচার ছেলে আরিফুল ইসলাম (২৫ কে নারী নির্যাতন মামলায় আটক করা হয়।

মামলার সূত্রে জানা যায়, আরিফ শীলঘাটা এলাকার আব্দুল আলিমের মেয়ে আয়েশা ছিদ্দিকা (১৯) কে এক সপ্তাহ আগে বিয়ে করে। বিয়ের পর থেকে ৪ লক্ষ টাকা যৌতুকের দাবিতে মারধর করতে থাকে। গত ১৭ অক্টোবর দুপুরে আয়েশাকে মারধর করে গুরতর আহত করে। তাকে মুমূর্ষ আবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আয়েশা ছিদ্দিকার পিতা আব্দুল আলিম বাদি হয়ে চন্দনাইশ থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে পুলিশ যৌতুক লোভী আরিফুল ইসলামকে আটক করে। আটককৃতদের গতকাল ২২ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট